ভোলার লালমোহন উপজেলায় এক দিনমজুর দম্পতিকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী লাল মিয়া,নিরব ও তার সন্তানের বিরুদ্ধে।
উচ্ছেদের পর দিনমজুর রিক্সা চালক আঃ গনির পরিবার এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
শুক্রবার ( ০২জুন) ঘটনাটি ঘটেছে বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুসলিম বাজার এলাকায়।
লাল মিয়া,নিরব লোকজন নিয়ে এ হামলা চালানো হয় বলে দাবি ওই বৃদ্ধের পরিবারের।
অভিযোগটি উঠেছে, ঐ এলাকার লাল মিয়া, নিরব ও তাদের সন্তানের বিরুদ্ধে।
ভুক্তভোগী মহিউদ্দিনের পিতা বৃদ্ধ মো. আঃ গনি অভিযোগ করে বলেন, আমি ফজর নামাজ পরে দেখি লাল মিয়া, নিরব ও লালমিয়ার পরিবার আমার ঘর ভেঙে ফালাইতেছে, আমি অন্যনের জায়গায় ওরকাইত থাকি,আমি ৩ দিনের সময় চাইছি ১ মাস ও না ১ বছর না, তাদের ম্যানেজার লাল মিয়া আমার কাছে ১০,০০০ টাকা চাইছে আমি দেই নি, তাই তারা আমার ঘর ভেঙে ছড়াইয়া ছিটিয়ে রাখছে। পরে ভুক্তভোগী মহিউদ্দিনের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।
অভিযুক্ত লাল মিয়ার স্ত্রী বকুল বেগম বলেন, আমি ও গরীব মহিউদ্দিনেরা গরীব তারা ও অন্যনের জায়গায় ওরকাইত থাকে আমি ও থাকি, মহিউদ্দিন অনেক দেনা করে চলে গেছে এখন তারা এখানে থাকে না, তাই আমার সদস্য সংখা বেশি আমার এক ছেলেকে যাদের যায়গা তারা লালন-পালন করত, তাই তার নির্দেশ দিয়েছে এখানে ঘর করতে, তাদেরকে বললে তারা সরায় না। তাই আমরা সরিয়ে একপাশে রেখে ঘর করতেছি। তাদের কিছু নষ্ট করি নি।