আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর খান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (১৯মে) বিকাল ৫ টায় ৪১নং ওয়াডের ভাদুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মোঃ আলমগীর খান বলেন, এ ওয়ার্ড আমার এই ওয়ার্ডের এলাকার প্রতিটি অলি-গলি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও আমার চোখে দৃশ্যমান।
তিনি বলেন, আমি ৪১ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি সেখানে তাদের কাছ থেকে জানতে পেরেছি এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের মানুষ অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এ ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী ইশতেহার ও আমার নির্বাচনী মার্কা টিফিন ক্যারিয়ার মার্কা। জনগণের ভোটে টিফিন ক্যারিয়ার মার্কায় বিজয়ী হতে পারলে এ ইশতেহার বাস্তবায়ন করে আমি ওয়ার্ডের সেবক হতে চাই।
এসময় তিনি তার ইশতেহারে ঘোষণা করেন।তার ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে-১/মহান মুক্তিযুদ্ধের চেতনায় সহযোগিতায় বিকাশে ও পারপাসিক সহবস্থানে অসাম্প্রদায়িক ৪১ নম্বর ওয়ার্ড গড়ে তুলবে।নিজ নিজ এলাকার সকল স্তরের জনগণের সহযোগিতা একটি আধুনিক মডেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলবে অর্থাৎ প্রতিটি পাড়া মহল্লায় ও গ্রামে অভূতপূর্ব সড়ক যোগাযোগ ব্যবস্থা করে তুলবে।হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মনুসারী অধ্যুসিত ৪১ নং ওয়ার্ড নতুন ও আমি প্রজন্মের জন্য একটি শিক্ষা সংস্কৃতির অনূকুল পরিবেশ গঠন কল্পে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করবে।মসজিদ মাদ্রাসা মন্দির সহ সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান ক্লাব সমিতির ঋণদান সমিতি প্রবীণ সমিতি গঠন উন্নয়ন নিজেকে নিয়োজিত করে অব্যাহত করবো।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য প্রতিটি মহল্লায় খেলাধুলা ও সাংস্কৃতিক তৎপরতা ও বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ সমজিত নিরাপত্তা ও সুরক্ষা বিষয় বিভিন্ন ভাতা (বয়স্ক বিধবা ভাতা,লেকটেটিভ মাদার,প্রতিবন্ধী ও হিজড়া ভাতা)কৃষিবি কার্ড বিতরণের শতভাগ স্বচ্ছতা অনিরপেক্ষতা বজায় রেখে সরকারি নীতিমালা যথাযথ পরিপালন করে প্রকৃত উপকার বুঝি নির্বাচন করব।
জন্ম নিবন্ধন ওয়ারিশ সনদপত্র চারিত্রিক সনদপত্র ট্রেড লাইসেন্স সহ সকল প্রত্যয়ন পত্র প্রদানে দীর্ঘ সুএিতা,অনিয়ম হয়রানি ও দুর্নীতি মুক্ত করে দ্রুত সেবা নিশ্চিত করব। জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা সুরক্ষা ৪১ নং ওয়ার্ডের সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্র স্থাপন /বৃদ্ধি করার ব্যবস্থা করব।জনস্বাস্থ্য রক্ষায় শতভাগ স্যানিটাইজেশন নিয়মিত মশক নিথন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করব। একটি আধুনিক সিটি কর্পোরেশনের আদলে (ওয়াশা)সুপেয় পানি বিতরণ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে করা হবে। বৃষ্টির পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নে কুফল হিসেবে বিভিন্ন স্থানের জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার চরম অবনতি ঘটেছে এতে ফসলহানি ও পরিবেশ বিনষ্ট হচ্ছে। এসব শিল্প বর্জ্য নিবন্ধনের জন্য একটি আধুনিক সিটি কর্পোরেশনের আদলে উন্নত পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।