বিশ্বশান্তি কামনায় ও দেশমাতৃকার মঙ্গলের জন্য লাখাইয়ে ৩ দিনব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
গত শনিবার ( ৪ মার্চ) শুভ অধিবাস ও গীতা পাঠের মধ্যদিয়ে উপজেলার স্বজনগ্রামের চালিতাগাছতলা হরিমন্দির প্রাঙ্গণে ৩ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ হয়।
হরি মন্দির উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল দাস জানান, এ বছর গীতাঞ্জলি সম্প্রদায় ( পুরুষ ও মহিলা পৃথক দল) , নন্দলাল সম্প্রদায়, জয়রাম সম্প্রদায়, জয়লক্ষ্মী সম্প্রদায়সহ ৬ টি কীর্তনীয়া দল নামসূধা পরিবেশন করবেন।
আগামী ৮ ই মার্চ তিনদিনব্যাপী হরিনাম সংকীর্তনের পর নগরকীর্তন ও দধিভান্ড উৎসবের মধ্যদিয়ে নামযজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।