|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বিশ্বশান্তি কামনায় লাখাইয়ে ৩ দিনব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৩
বিশ্বশান্তি কামনায় ও দেশমাতৃকার মঙ্গলের জন্য লাখাইয়ে ৩ দিনব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2023/03/received_1341146730065895.mp4"][/video]
গত শনিবার ( ৪ মার্চ) শুভ অধিবাস ও গীতা পাঠের মধ্যদিয়ে উপজেলার স্বজনগ্রামের চালিতাগাছতলা হরিমন্দির প্রাঙ্গণে ৩ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ হয়।
হরি মন্দির উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল দাস জানান, এ বছর গীতাঞ্জলি সম্প্রদায় ( পুরুষ ও মহিলা পৃথক দল) , নন্দলাল সম্প্রদায়, জয়রাম সম্প্রদায়, জয়লক্ষ্মী সম্প্রদায়সহ ৬ টি কীর্তনীয়া দল নামসূধা পরিবেশন করবেন।
আগামী ৮ ই মার্চ তিনদিনব্যাপী হরিনাম সংকীর্তনের পর নগরকীর্তন ও দধিভান্ড উৎসবের মধ্যদিয়ে নামযজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.