আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সামনে অশ্বত্থ গাছ
তলায় কবিতা উৎসবের আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্যস্বর’। কবিতা উৎসবটি
উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ।
কবিতা উৎসবে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. কাজল রশীদ
শাহীন। মূলপ্রবন্ধ ‘কবি ও কবিতার দায়’ উপস্থাপন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের
বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর।
‘অন্যস্বর’ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংগীত ও নৃত্য, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, গ্রন্থ
উন্মোচন, একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয় উৎসবে। বই প্রদর্শনী ও পাঠকের হতে তুলে দেয়
‘বইপোকা পাঠাগার’। বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুপশ্রী চক্রবর্তী ও ইশরাত শিউলী, জাহিদ হোসেনসহ
জাতীয় পর্যায়ের গুণী আবৃত্তি শিল্পীরা এতে কবিতা আবৃত্তি করেন।
্#৩৯;অন্যর্স্ব#৩৯;র সভাপতি সৈয়দ মোকছেদুল আলম (লিটন) বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শেষ সপ্তাহে
আমরা কবিতা উৎসবের আয়োজন করেছি। সাংস্কৃতিক চর্চাকে বেগবান করা এবং অন্যস্বর সংগঠনের
আত্মপ্রকাশের লক্ষ্যে এ আয়োজন। চারটি সংগঠনের শিল্পীরা বৃন্দ আবৃত্তি ও জাতীয় পর্যায়ের আবৃত্তিকার
শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন ও এম এ সালাম শান্ত সাংবাদিক নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । পাশাপাশি নির্বাচিত গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।