ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

উপহারের গাড়ি নিতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম!

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মিরু হাসান বাপ্পিবগুড়া জেলা সংবাদদাতা

 

হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে নিজের গাড়ির জরিমানা গুনলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে আড়াই হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।

ওসি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হিরো আলম। মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে তার গাড়িটি আটক করে জরিমানা করা হয়। পরে মামলা দিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। এমনকি যোগাযোগও করেননি।

কয়েকদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও শেয়ার করেন এম মোখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে মঙ্গলবার নিজে গাড়ি চালিয়ে উপহারের গাড়িটি আনতে হবিগঞ্জে যান তিনি। এ সময় দ্রুতগতিতে গাড়ি চালানোয় জরিমানা গুনতে হয় তাকে।।

Don`t copy text!