রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

গরু বেঁধে রেখে গভীর ঘুমে চোর, জনতার হাতে আটক-দৈনিক বাংলার অধিকার

হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৮৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

গরু চুরি করে দূরে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় জনতার হাতে আটক হয়েছে চোর।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বিসমিল্লা বাজার এলাকায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে একটি গরু সহ পরে চোরকে আটক করে স্থানীয় জনতা।
আটক কৃত ঐ ব‍্যক্তি পাথরডুবি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পাথরডুবি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল মজিদ এর বাড়ি থেকে একটি গরুর চুরি হয়।

গরুর মালিকের ভাতিজা মোঃ আব্দুল খালেক বলেন, আমার চাচা দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করে, আমার চাচী বাড়িতে সংসার দেখাশোনা ও গরু ছাগল পালন করে। গত রাত্রে ২ টার সময় আমার চাচী উঠে গোয়াল ঘরে গরুর খোঁজ নেওয়ার জন্য গিয়ে ঘরে গরু না পেয়ে সে চিৎকার করে। আমরা এগিয়ে এসে দেখি তার গরুটি চুরি হয়ে গেছে। এজন্য আমরা বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজন কে ফোন দিয়ে বিষয়টি খোঁজখবর নেওয়া সহ আমরা আমাদের নিজের বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকি।

অতপরঃ আজ (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে সংবাদ পাই যে, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের ১ নং ওয়ার্ডে একটি গরুসহ চোরকে আটক করা হয়েছে। আমরা সেখানে এসে দেখতে পাই সেই গরুটিই আমাদের।

প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে বিসমিল্লাহ বাজার এলাকায় একটি সুপারি গাছের সাথে লাল রঙের একটি গরু বেঁধে রেখে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে তারা, বিষয়টি সন্দেহ হলে এলাকার লোকজন গরু সহ লোকটিকে আটক করে স্থানীয় মেম্বারকে খবর দেয়। অতপর সংশ্লিষ্ট মেম্বার গরুসহ চোরকে সংশ্লিষ্ট পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে পাইকেরছড়া ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সায়াদাত মোঃ বজলুর রহমান বলেন, আটককৃত গরু সহ চোরকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। পরে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চ‍েয়ারম‍্যানের সাথে কথা বলে সংশ্লিষ্ট মেম্বার মোকাদ্দেস হোসেনের জিম্মায় গরু সহ আটক কৃত ব‍্যক্তি কে পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়।

এ বিষয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আঃ সবুর বলেন, গরু সহ এক ব‍্যক্তিকে আটক করে পরিষদে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!