|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গরু বেঁধে রেখে গভীর ঘুমে চোর, জনতার হাতে আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২২
গরু চুরি করে দূরে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় জনতার হাতে আটক হয়েছে চোর।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বিসমিল্লা বাজার এলাকায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে একটি গরু সহ পরে চোরকে আটক করে স্থানীয় জনতা।
আটক কৃত ঐ ব্যক্তি পাথরডুবি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পাথরডুবি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল মজিদ এর বাড়ি থেকে একটি গরুর চুরি হয়।
গরুর মালিকের ভাতিজা মোঃ আব্দুল খালেক বলেন, আমার চাচা দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করে, আমার চাচী বাড়িতে সংসার দেখাশোনা ও গরু ছাগল পালন করে। গত রাত্রে ২ টার সময় আমার চাচী উঠে গোয়াল ঘরে গরুর খোঁজ নেওয়ার জন্য গিয়ে ঘরে গরু না পেয়ে সে চিৎকার করে। আমরা এগিয়ে এসে দেখি তার গরুটি চুরি হয়ে গেছে। এজন্য আমরা বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজন কে ফোন দিয়ে বিষয়টি খোঁজখবর নেওয়া সহ আমরা আমাদের নিজের বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকি।
অতপরঃ আজ (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে সংবাদ পাই যে, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের ১ নং ওয়ার্ডে একটি গরুসহ চোরকে আটক করা হয়েছে। আমরা সেখানে এসে দেখতে পাই সেই গরুটিই আমাদের।
প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে বিসমিল্লাহ বাজার এলাকায় একটি সুপারি গাছের সাথে লাল রঙের একটি গরু বেঁধে রেখে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে তারা, বিষয়টি সন্দেহ হলে এলাকার লোকজন গরু সহ লোকটিকে আটক করে স্থানীয় মেম্বারকে খবর দেয়। অতপর সংশ্লিষ্ট মেম্বার গরুসহ চোরকে সংশ্লিষ্ট পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে পাইকেরছড়া ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সায়াদাত মোঃ বজলুর রহমান বলেন, আটককৃত গরু সহ চোরকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। পরে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে সংশ্লিষ্ট মেম্বার মোকাদ্দেস হোসেনের জিম্মায় গরু সহ আটক কৃত ব্যক্তি কে পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়।
এ বিষয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আঃ সবুর বলেন, গরু সহ এক ব্যক্তিকে আটক করে পরিষদে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.