সালেহ আহমেদ, ডেমরা (ঢাকা) প্রতিনিধি/
রাজধানীর ডেমরায় যৌতুক হিসেবে বসতবাড়ী লিখে নেওয়ার দাবিতে স্ত্রী নির্যাতনের অপরাধে মো. আমির হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানায় পুলিশ। রোববার (২৭ মার্চ) দিনগত রাতে বামৈল পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কুমিল্লার কোতয়ালী থানার আমরাতলি গ্রামের জাহের মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কল্পনা বেগম (৪০) রোববার রাতে ডেমরা থানায় তার যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ২৫ বছর আগে আমির হোসেনের সঙ্গে বিয়ে হয় কল্পনা বেগমের। ওই সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে। গত কয়েক মাস ধরে আমির হোসেনের স্ত্রীর নামে লেখা বামৈলের বসতবাড়ীটি তার নামে লিখে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিল।
ওসি আরও বলেন, এদিকে কল্পনা বরাবরই ওই দাবি প্রত্যাক্ষান করায় তার ওপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন আমির হোসেন। ওই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ সকালে একই দাবি অস্বীকার করায় আমির হোসেন কল্পনাকে বেধড়ক মারধর করেন। এ সময় খবর পেয়ে তার ভাই কল্পনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল