গাজীপুরে আগুনে পুড়েছে দুইটি তুলার গুদাম। এর মধ্যে পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া এলাকায় বি এম ট্রেডার্স নামে তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে আসে তিন ঘণ্টায়। অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেট নামাবাজার এলাকায় তুসুকা গার্মেন্টসের পাশের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে দুই ঘণ্টা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে পূবাইলে বি এম ট্রেডার্স তুলার গুদামে আগুন লাগে। গুদামের কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টঙ্গী-কালীগঞ্জ সড়কে অবৈধ ইজিবাইকের জন্য ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে গুদাম কর্তৃপক্ষের দাবি, প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে টঙ্গীর তুসুকা গার্মেন্টসের পাশে মো. বাসারের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেননি তিনি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সর্ভিস।