যে ফুল ফুটেছিল তোমার আমার অগোচরে
অগাধ বিশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে কবরী সাজাতে,
রাঙাতে ঘুমন্ত রিক্ত শাখা বসন্তের বাগে,
আজ সে ফুলের পাপড়ি গুলো বড্ড অভিমানে
সহস্র ভাগে ছিন্নভিন্ন হয়ে ঝরে গেছে।
আজ শুণ্য যামি,ভুল করে ভোর নামেনি,
অযাচিত স্বর্ণলতায় ছেয়ে গেছে একটু একটু
করে বেড়ে উঠা শুভ্র বাগিচা,হয়তো চায়না আর-
মিথ্যে মমতা, মিথ্যে মায়া,মিথ্যে ছায়া।
তাইতো আমার তিল তিল করে গড়া উদ্যান
ভালবাসা ছিটানো বাগিচা আজ মরুভূমি।
আজ তুমি সবুজ গালিচায় নগ্ন পায়ে
ভিরুতাকে কবর দিয়ে চলো অবাধ্য অভিসারে,
তুমি ভুলে গেছো মধুরতম সময়ে হাতের তালুতে মিলনের দিনক্ষণ খোঁচিত ছিল এই পুষ্পঘরে।