ভোলা প্রতিনিধি এস হাসান লিটন ঃ
দক্ষিণঞ্চলে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ভোলা চরফ্যাশন উপজেলার মানচিত্রে নতুন আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং বিশাল এক আনন্দ র্যালি করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। ১৯ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ প্রাঙ্গন হতে আনন্দ র্যালিটি দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দক্ষিণ আইচা আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে র্যালি শেষ করা হয়। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের শিক্ষকেরা র্যালিতে নেতৃত্ব দেন।
উল্লেখ্য এই কলেজ টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন করা হয় । এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘ দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ভোলা ৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রস্তাবে শিক্ষা মন্ত্রী অনুমোদন করেন।
উক্ত আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজর, অধ্যক্ষ জনাব আবুল হাসেম মহাজন,এবং ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ৯ নং চর মানিকা আওয়ামীলীগ সভাপতি জনাব আব্দুর রব মিয়া,৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, আওয়ামী লীগ এর সহ সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহম সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, ও ফারুক মেম্বার, এবং যুব লীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন মুন্সি,নির্বাহী সদস্য জসিম পাটওয়ারী,যুব লীগ পশ্চিম শাখার সভাপতি জামাল মেম্বার,ও ছাত্র লীগের সভাপতি নিজাম উদ্দিন রাসেল, সম্পাদক শেখ সাদী লিমন, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সেলিম রানা, সম্পাদক শামসুদ্দিন খোকন,তথ্য বিষয়ক সম্পাদক এ্যাড.ফরিদ উদ্দিন,ও শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং ৯ নং চর মানিকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ ৷