ওয়াশিংটন: এমন এক সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, যে সময় গোটা মানব সভ্যতাই ধ্বংসের মুখে পড়তে চলেছে। সতর্ক করলেন মার্কিন বৈজ্ঞানিকেরা। প্রফেসর অফ পপুলার সটাডিজ ইন বায়োলজি, পল এরলিক শুক্রবার বলেন, “সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করতে চলেছি আমরা। এটা হতেই পারে মানব সভ্যতা ধ্বংসের শুরু।
জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক প্রতিবেদনে নিজের ব্যাখ্যা স্পষ্ট করেছেন এরলিক।
তিনি দেখিয়েছেন, যেভাবে ‘স্পিসিস’ বা বিভিন্ন প্রাণী নিরন্তর বিলুপ্ত হয়ে চলেছে পৃথিবী থেকে, তার গতিবেশ এ পর্যন্ত ইতিহাসে দ্রুততম। অন্তত ১০০ গুণ দ্রুতবেগে পৃথিবীপৃষ্ঠ থেকে মুছে যাচ্ছে একের পর এক প্রাণী।