|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সভ্যতাই ধ্বংসের মুখে পড়তে চলেছে সতর্ক করলেন মার্কিন বৈজ্ঞানিকেরা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
ওয়াশিংটন: এমন এক সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, যে সময় গোটা মানব সভ্যতাই ধ্বংসের মুখে পড়তে চলেছে। সতর্ক করলেন মার্কিন বৈজ্ঞানিকেরা। প্রফেসর অফ পপুলার সটাডিজ ইন বায়োলজি, পল এরলিক শুক্রবার বলেন, “সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করতে চলেছি আমরা। এটা হতেই পারে মানব সভ্যতা ধ্বংসের শুরু।
জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক প্রতিবেদনে নিজের ব্যাখ্যা স্পষ্ট করেছেন এরলিক।
তিনি দেখিয়েছেন, যেভাবে ‘স্পিসিস’ বা বিভিন্ন প্রাণী নিরন্তর বিলুপ্ত হয়ে চলেছে পৃথিবী থেকে, তার গতিবেশ এ পর্যন্ত ইতিহাসে দ্রুততম। অন্তত ১০০ গুণ দ্রুতবেগে পৃথিবীপৃষ্ঠ থেকে মুছে যাচ্ছে একের পর এক প্রাণী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.