মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর থেকে।।
২১ জুন, ১৯ শুক্রবার রাত ৮ টায় দিনাজপুর প্রেসক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে (২য় তলা) বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ভৈরবী ও সুইহারী সংগীত নিকেতন এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ” সেরাকন্ঠ দিনাজপুর ” এর সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” সংগীত বিশ্ব ভ্রাতৃত্ব করে তোলে “এই শ্লোগানকে সামনে রেখে কারিগরি কলেজের প্রভাষক হারুন উর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মতিয়ার রহমান, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি ও দিনাজপুর ভৈরবী’র প্রধান উপদেষ্টা স্বরূপ বক্সী বাচ্চু, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ-সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, ভারতের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী দোলন সরকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুইহারী সঙ্গীত নিকেতনের পরিচালক সনৎ চক্রবর্তী লিটু ও ভৈরবী’র সাধারণ সম্পাদক মো: রহমতুল্লাহ।
” সেরাকন্ঠ ” দিনাজপুর এর সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ডলফি দিশা সরকার, দ্বিতীয় স্থান অর্জনকারী রাইসা তাসনিম, তৃতীয় স্থান অর্জনকারী নুরে জান্নাত ইবনেসহ সেরা ১০ জন কন্ঠশিল্পীর হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।