মো: মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর থেকে।।
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, নর্দাণ বাংলাদেশ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুর বালুবাড়ীস্থ পল্লীশ্রীতে ২০ জুন, ১৯ বৃহস্পতিবার সকাল ১০ টায় এরিয়া প্রোগ্রাম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
” আমিই পারি ” শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করতে – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এরিয়া প্রোগ্রাম পর্যালোচনা সভার অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস এর সঞ্চালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এর দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার দিনো দাস।
দিনব্যাপী বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা সভায় শিক্ষা, স্বাস্থ্য, শিশুশ্রম নিরসন, দারিদ্র দূরীকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করা হয়।
এছাড়াও কর্মশালায় আলোচনা করা হয় “জনগণের স্বপ্ন” – উন্নয়ন সহযোগিদের সহায়তায় দীর্ঘস্থায়ীভাবে এলাকার দুর্দশাগ্রস্থ পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনয়নের মাধ্যমে শিশুকল্যাণ নিশ্চিতকরণে যেন শিশুরা সুস্বাস্থ্য সুশিক্ষা ন্যায্যতা ও অধিকার সংরক্ষন এবং শিশুবান্ধব পরিবারে আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠবে।
কর্মশালায় কর্ম এলাকার দরিদ্র জনগণের উন্নয়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দিনাজপুর এপিসি’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ শহিদুল ইসলাম, দিনাজপুর এপিসি’র টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট-লাইভলীহুড এর কাজল কুমার দে, দিনাজপুর এপি’র প্রোগাম অফিসার যোহন মুর্মূ, এন্টিনা দাস, দিনো দাস, চাইল্ড কেয়ার প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, জেপিও অনন্ত সরকার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার সঞ্চয় টমাস পিউরিফিকেশন, এবং এনডিসি’র রুনা বেগম।
দিনব্যাপী কর্মশালায় ভিডিসি/ইউএনডিসি, শিশু ফোরাম, সহযোগী সংস্থা ও স্থানীয় সরকার এর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।