- জনগণের ভালোবাসা অর্জন করে আমরা ক্ষমতায় যেতে চাই -তানভীর হুদা
মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি):
দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। ডামি নির্বাচন হয়েছে,জনগণ ভোট দিতে পারেনি কিন্তু আমরা জনগণের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় যেতে চাই।
বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
আজ সোমবার ২০ জানুয়ারী বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও মতলব উত্তর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে জিয়াউর রহমানের বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিক উপলক্ষে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তানভীর হুদা বলেন, দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জণগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি মতলবের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের নেতা কর্মীদের বলছি জনগণের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সুখে দুখে পাশে দাঁড়ান, তারা আপনাদের কাছ থেকে কোন অর্থ-সম্পদ চায় না, তারা একটা সুন্দর সুস্থ পরিবেশে বাঁচতে চায়। আপনারা তা না করে টেন্ডারবাজি, জয়গাজমি দখল, টাকার বিনিময়ে শালিশ করতে যাবেন না। এটি করে আপনারা দলের বদনাম করবেন না। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাহাতে সাধারণ মানুষ ও নেতা কর্মীর মনে বিন্দু পরিমান কষ্ট না পায়।
আমাদের দলের অনেকেই মনে করেছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, বিএনপি বর্তমানে শক্তিশালী দল কিন্তু জনগণ যদি ভোট না দেয় আমরা ক্ষমতায় যেতে পারবো না। কারণ জনগণের ভোটেই আমরা ক্ষমতায় যেতে চাই। জনগণের বিকল্প কিছু নাই। যদি জনগণের ভোট ব্যতীত অন্য কোন উপায়ে কেউ ক্ষমতায় যেতে চায় তাহলে আমরা তা মেনে নেব না।
তিনি বলেন শহীদ জিয়াউর রহমান জনগণের নেতা ছিলেন, তিনি জনগণের সাথে কাজ করেছেন। তিনি জনগণের সাথে হেঁটে চলেছেন, কৃষকের সাথে কাজ করেছেন। কৃষক শ্রমিক জনগণের ভালোবাসা অর্জন করেছেন। আমরাও সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় যেতে চাই। আমরা নেতার দেখানো পথে পথে হাঁটতে চাই।
এছাড়া ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধানের সভাপতিত্বে ও সোলাইমান প্রধান ও দেওয়ান মুরাদুজ্জামান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয় সহ- সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর শ্রমিক দল নেতা হান্নান লস্কর প্রমুখ।