শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পাঁচবিবিতে বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি / ৮৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ পূর্বাহ্ণ

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নিষ্ক্রিয় সদস্য আব্দুল গফুর ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীম কর্তৃক বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে টিএন্ডটি পাড়া সংলগ্ন উপজেলা বিএনপির সভাপতির সাইফুল ইসলাম ডালিমের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা বিএনপির অফিসে, উপজেলা ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা শেষ করে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের দানেজপুরস্থ বাসায় নেতাকর্মীসহ দুপুরে খাবার শেষে চাতালের পার্শ্বে মসজিদে আসলে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নিষ্ক্রিয় সদস্য আব্দুল গফুর ও জেলা ছাত্র দলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে (হাসুয়া, কিরিচ, লোহার রড, লাঠিশোঠা, আগ্নেয়াস্ত্র) উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় ।

এতে মহীপুর হাজী মহসীন সরকারী কালেজ শাখার সদস্য সচিব মাহিন ফেরদাউস সৌহার্দ্য গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জয়পুরহাট আধুনিক হাসপাতল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ হামলায় প্রায় ২০জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
পরবর্তীতে ঐ সন্ত্রাসীরা উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি গত ১৬ অক্টোবর বুধবার দলীয় কার্যলয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। একই সময়ে সেখানে শামীমের লোকজনও একটি প্রতিবাদ সভার আয়োজন করলে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেন।

তিনি বলেন, আঃ গফুর ও শামীম এর নেতৃত্বে উপজেলার আওলাই ইউনিয়নে আমাদের বিএনপির নেতাকর্মীর উপরও তারা হামলা চালায় এবং রাতে মোহাম্মদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের অফিসে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি হাসান, রেজভি, মনির, যুব নেতা ইয়াহিয়া মোহন, জাহিদ হাসান ওরফে জাহিনুর এর উপর হামলা চালায়। একই ভাবে আবারো আওলাই ইউনিয়নে চাঁনপাড়ায় উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীদের একা পেয়ে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় । এসময় আওলাই ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ আলীসহ অনেকেই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এঘটনায় উপজেলা ও পৌর বিএনপি এ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও বিচার দাবী করেছেন।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিট আওয়ামী সরকারের পতনের পর আঃ গফুর ও দল থেকে বহিস্কৃত শামীম তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দলীয় নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন হাট, বালুর ঘাট, পুকুর, দোকান, লুটপাট ও দখল করে চাঁদাবাজী শুরু করেছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। প্রশাসনসহ দলীয়ভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহব্বায়কদ্বয় সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু সহ বিভিন্ন পর্যায়ের দু’শতাধিক নেতাকর্মী।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!