জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধ সহ এলাকার ছাত্র/ছাত্রী ও বেকার যুবকদের ফেনান্সিয়াল কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করার লক্ষ্যে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি) কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন।
২’মাসব্যাপী বিজিবির এ প্রশিক্ষণ ক্যাম্পে এলাকার ২০’জন ছাত্র/যুবক অংশ গ্রহন করেন। বিজিবির এ উদ্যোগকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
গতকাল বিকালে নওগাঁর পত্নীতলা-১৪ বিজিবির উদ্যোগে পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি ক্যাম্পে কম্পিউটার ট্রেনিংয়ের শুভ উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইমরান ইবনে এ রউফ, পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুল হামিদ, উপ-অধিনায়ক মেজর শাফায়েত জামান অনব, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ধলাহার ইউপি চেয়ারম্যান মো: তোজাম্মেল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার সাইদুর রহমান সহ অনেকেই।