সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক ”আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস ( এসডিএস) নামের একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে সোমবার সকাল ১১’টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে পাঁচবিবির লতিহাটি অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আফজালুল হক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন কিশোর গ্যাং ও কিশোর অপরাধ সমাজের প্রতিটি কাজের বিঘ্ন ও অশান্তি সৃষ্টি করে। এইজন্য এসব প্রতিরোধ করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।