শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টারে ধানকাটা-মাড়াই বাড়ছে

সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি / ১৭১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ

 

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা-মাড়াইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। কৃষকেরা বলছেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের দিয়ে কম সময় ধান কাটা-মাড়াই করা যায়। এছাড়া, ধান নষ্ট হয় না। খরচও তুলনামুলক কম। তাই তারা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের ওপর নির্ভরশীল হচ্ছেন। আর কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মালিকেরা বলছেন, এই মেশিন যখন প্রথম বের হয়, তখন সংখ্যায় কম ছিল। কৃষকেরা ব্যবহারও কম করতেন। এখন জেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংখ্যা বেড়েছে। আবার কৃষকেরাও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

বৃহস্পতিবার ( ৩০ মে) কথা হয়, উপজেলার কৃষক রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘শ্রমিক দিয়ে ধান কাটা আর মেশিন দিয়ে ধান কাটার খরচ প্রায় সমান। কিন্তু মেশিন দিয়ে ধান কাটলে সময় কম লাগে। আর আলাদা করে মাড়াই করতে হয় না।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রতিবছর ইরি-বোরো ধান কাটার সময় ঝড়-বৃষ্টির কারণে খুব টেনশনে থাকতে হয়। যদিও এবার ইরি-বোরো ধান কাটা মাড়াই করার জন্য আবহাওয়া ভালো আছে। কিন্তু আকাশের ব্যাপার তো বলা যায় না। তাই মেশিন দিয়েই দ্রুত ধান কেটে নিচ্ছি।’

রোববার (২৬ মে) কৃষক আলহাজ্ব সুফি মণ্ডল বলেন, ‘প্রতিবছর ইরি-বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট দেখা দেয়। তাই ধান কাটা-মাড়াইয়ের মেশিন বের হয়ে অনেক সুবিধা হয়েছে। খরচ যাই হোক অল্প সময়ে ধান কাটা ও মাড়াই একসঙ্গে হচ্ছে।
পাঁবিবিতে দুরের জমি প্রতিবিঘা (৩৩ শকক) ধান মেশিন দিয়ে কাটতে ২ হাজার ৯০০ টাকা আর কাছের জমির ধান কাটতে ২ হাজার ৫০০ টাকা নিচ্ছেন মেশিনের মালিকেরা।’

কুসুম্বা ইউনিয়নের কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মালিক মোঃজাহিদ হাসান মন্ডল বলেন, ‘প্রথমদিকে উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংখ্যা অনেক কম ছিল। কৃষকেরা কম ব্যবহার করতেন। কারণ মেশিন দিয়ে ধান কাটা-মাড়াই করলে খড় পাওয়া যায় না। কিন্তু বর্তমানে কৃষকেরা খড়ের আশা বাদ দিয়ে কিভাবে দ্রুত ধান ঘরে তোলা যায়, সেটা ভেবে মেশিন দিয়ে ধান-কাটা মাড়াইয়ের দিকে ঝুঁকছেন।’

পাঁচবিবি কৃষি কমকর্তার লুৎফর রহমান বলেন, ‘এবার পৌরসভা সহ উপজেলায় ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছে। আশা করছি, কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন।’ তিনি আরো বলেন উপজেলাতে পর্যায়ক্রমে ১৬ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে পরবর্তীতে আরো করা হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!