ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে পুত্রবধুর হাতে শাশুড়ি নিহত, পুত্রবধু আটক

প্রতিবেদক
majedur
মে ১২, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবিতে নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে পুত্রবধূর মনি আক্তার নিলা (২০) এর হাতে শাশুড়ি রোকেয়া বেগম(৫৫) নিহত হয়েছে ‌। এ ঘটনায় পুলিশ রাতে পুত্রবধু নিলাকে আটক করেছে। এতে নিহতের স্বামী হাসান আলী মন্ডল বাদী হয়ে রোববার (১২ মে) দুপুরে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে। নিহত রোকেয়া বেগম ঐ গ্রামের হাসান আলী মন্ডলোর স্ত্রী ও আটক পুত্রবধু নিহত রোকেয়ার দ্বিতীয় পুত্র রবিউলের স্ত্রী।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ মে শনিবার সন্ধ্যায় মনি আক্তার নিলার (২০) আড়াই বছর বয়সী শিশু রুবাইয়া আক্তার তাসফিকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে বউ শ্বাশুরীর মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে পুত্রবধূ নিলা শাশুড়ি রোকেয়া বেগমকে মাথার চুল ধরে টানাহেঁচড়া করে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে শাশুড়ী রোকেয়া ঘরের দরজার চৌকাঠের উপর পড়ে গুরুতর আহত হয়। এ অবস্হায় তাৎক্ষণিক ভাবে তার বড় ছেলে ওবাইদুল ইসলাম সহ পরিবারের লোকজন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মহীপুরে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা তাকে জয়পুরহাট জেলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তার মৃত্যু হয় ।
এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ব্যাপারে নিহতের স্বামী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় পুত্রবধূকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Don`t copy text!