জয়পুরহাটে র্যাবের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদকব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস দল আজ সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার ভাদসা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে উক্ত গুচ্ছগ্রামের রমজান আলীর পুত্র মাদকব্যবসায়ী লিটন মিয়া (৩২), মৃত বাচ্চু মিয়ার পুত্র মনসুর আলী (৩১), আবু কাশেমের পুত্র সাধন হোসেন(২৪), নুরুল ইসলামের পুত্র সাগর হোসেন (২৬) ও শ্রী মংলা কর্মকারের পুত্র শ্রী উজ্জল কর্মকার (৪৩)কে ১৮ গ্রাম গাঁজা ও ০৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী লিটন চিহ্নিত মাদককারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনসুর,সাধন, সাগর ও উজ্জলের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামিদের সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।