জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা কড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার কোরআন ও হাদিস শিক্ষার শিশুদের ইফতার করালেন বিজিবি। সোমবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ, পত্নীতলা ১৪ বিজিবি ইফতারের আয়োজন করেন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স) একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান বরাবরই সীমান্তের অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসা ও এতিম খানায় অধ্যায়নরত্ব কোরআনের হাফেজ ও এতিম শিশুদের সাথে ইফতার করেন পতœীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি। এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ শাফায়াত জামিল অনব, সহকারী অধিনায়ক মোহাম্মদ শাহ আলম, কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার মোঃ আসাদুজ্জামান, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, এতিম খানার সকল মাওলানা শিক্ষক স্থানীয় সুধীজন ও গনমাধ্যম কর্মিরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন কড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহতামিম।