পাঁচবিবির বাগজানা এলাকায় টিনের চালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে বানরটি। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি।
শুক্রবার (২২ শে মার্চ) সকালে উপজেলার বাগজানা বাজার এলাকায় এই দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে বাগজানা বাজার এলাকার আনিছুর এর হোটেলের টিনের চালের উপর বানরটিকে দেখতে পাওয়া যায়। এসময় আমরা কলা, আপেল, বাদাম এসব খাবার দিয়েছি। টিনের চালের ওপর থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে। এসময় অবসরপ্রাপ্ত সুবেদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পেয়ারা গাছের পেয়ারা খেতেও দেখা যায় বানরটিকে।
এসময় বাগজানা বাজারের পান বিক্রেতা সুজন মহন্ত বলেন, সকালে দোকান খুলেই বানরটিকে দেখতে পাই ও আমার সাথে আরো অনেক লোক বানরটিকে দেখতে ভীর জমায়।
এলাকাবাসীর ধারনা বানরটি সীমান্ত এলাকা ভারত থেকে আসতে পারে। ক্ষুধার্ত বানর খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এটির যেনো কেউ ক্ষতি না করে তাকে এলাকাবাসী নজরে রাখছে।