ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা মুসলিম রেজিস্ট্রার সমিতির নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ মুসলিম রেজিষ্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ফেব্রুয়ারি)দুপুরে সুনামগঞ্জ পৌরসভার কাজী পয়েন্টস্থ কাজী অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপন্থিত ছিলেন, ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ইছহাক মিয়া ও মাওলানা নুরুল হক।

নির্বাচনে ৩২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাজী মাওলানা আবদুস সামাদ। পরাজিত প্রার্থী কাজী মাওলানা ছালেহ আহমদ পেয়েছেন ১৫ ভোট। ৩৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা ফখরুদ্দিন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ পেয়েছেন ১১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে কাজী আবু নুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জালাল উদ্দিন পেয়েছেন ৯টি ভোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা কমিটির সকল সদস্যসহ জেলার প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে মোট ভোটার ছিলেন ৫৩টি। এর মধ্যে ৪৭জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন।

Don`t copy text!