আধুনিক কৃষি সম্প্রসারণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ারের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘স্মার্ট কৃষি প্রশিক্ষণ আয়োজন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ২ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইপসার অডিটোরিয়ামে উপজেলা কৃষি উপ-সহকারী নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও বিএন্ডএফ কর্পোরেট ফাউন্ডার চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন বদ্দা চৌধুরি সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। বিশ দিন ব্যাপী চার টি গ্রুপে এতে স্মার্ট কৃষি প্রশিক্ষণের মাধ্যমে সীতাকুণ্ডের তরুণ শিক্ষিত যুবকদের কৃষিকাজের আওতায় এনে দেশের অর্থনৈতিক অবদান রাখতে সহায়ক হবে। স্মার্ট কৃষি প্রশিক্ষণ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রব্রতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ উদ্যোক্তা মাহমুদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএন্ডএফ কেয়ারের জোনাল ম্যানেজার আশরাফুল আলম এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গসহ প্রশিক্ষণ প্রাপ্তিরা।