ছাগলনাইয়া শহীদ জিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যােগে ইফতার মাহফিল
সেপাল নাথ:
পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া রাধানগর ইউনিয়ন জঙ্গলমিয়া রাস্তা মাথা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যােগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ আহবায়ক মাওলানা মনির আহমেদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওমর ফারুক, যুগ্ম-সদস্য সচিব মো. আবদুস সালাম খোকন’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম সামছু উদ্দিন আজাদ।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী, ইউনিয়ন সোস্যাল ওয়েলফেয়ার ট্রাষ্ট’র চেয়ারম্যান ওমর ফারুক মজুমদার, নিজপানুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন খন্দকার, সাবেক মেম্বার আবুল হাশেম, প্রাক্তন অধ্যক্ষ মাও. মো. ওয়াজি উল্যাহ, শিক্ষানুরাগী মাও. আবু বক্কর সিদ্দিক, আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল হালিম মজুমদার, শিক্ষানুরাগী তাজুল ইসলাম মজুমদার, সাবেক কাউন্সিলর হাফেজ আহাম্মদ, জিনার হাট দাখিল মাদ্রাসা সাবেক উপধ্যক্ষ মাও. সামছুল করিম ভুঁইয়া।মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আগামীতে ছাত্র কল্যাণ পরিষদকে আরো শক্তিশালী করার লক্ষ্য গঠনমূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।সভা শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে আগত অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।