স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
দাকোপের চালনা পৌরসভায় অবস্হিত চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলটি এর উৎকৃষ্ট শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পরিচিত।২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত দেশব্যাপী স্কলারশিপ পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা নানা ক্যাটাগরিতে অসাধণ সাফল্য অর্জণ করেছে।প্রধানত, ১ম ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের দেশ সেরা ২য় ও ৩য় স্থান সহ মোট ২২ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে বৃত্তি লাভ করেছে। এই সাফল্যের মূল পেছনে আছেন পরিচালক সাগর সেন, যিনি অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছেন।
প্রিস্নিপাল সাগর সেন বলেন,“আমাদের স্কুলের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে তার সম্ভাবনার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়া। আমরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে নয়, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলীতেও শিক্ষার্থীদের উন্নয়ন ঘটাই, যাতে তারা আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অতীতেও স্কুলটি অসংখ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে ৪র্থ শ্রেণির একটি মেধাবী শিক্ষার্থী রাইসা বাবুল পিউ সারা দেশে ১ম স্থান অধিকার করে আমাদের সবার গর্বের কারণ হয়ে উঠেছিল। যদিও এই সাফল্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তবে আমাদের অর্জনের মূল মন্ত্রটি হলো – সমগ্র শিক্ষক, কর্মী এবং অভিভাবকের মিলিত প্রচেষ্টা এবং প্রিসিপাল সাগর সেনের নিবিড় নির্দেশনা।
চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল আজ শুধুমাত্র এক প্রতিষ্ঠানের নাম নয়, বরং একটি আদর্শ শিক্ষার প্রেরণা হিসেবে কাজ করছে, যেখানে প্রতিটি ছাত্র তার প্রতিভা ও পরিশ্রমের ফলাফল দেশের উন্নয়নে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এভাবেই, সাগর সেনের নেতৃত্বে স্কুলটি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে, শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে