মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় শ্রী শ্রী কালিমন্দির প্রাঙ্গনে অর্চনা রানী ঋষির সংবাদ সম্মেলনের প্রতিবাদে ও তদন্ত সাপেক্ষে বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৪-০১-২৫) সকালে শ্রী শ্রী কালি মন্দির পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে অর্চনা রানী ঋষির উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ গুলো সত্য নই তা মিথ্যে বানোয়াট বলে দাবী করেন মানববন্ধনে উপস্থিত ব্যাক্তিরা।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া ব্যাক্তিরা মন্দিরের জায়গা অর্চনা ঋষি নিজের বলে দাবি করার প্রতিবাদে স্লোগান দিতে দেখা গেছে।
মানববন্ধন থেকে জানা যায়, অর্চনা রানী ও তার গংরা দীর্ঘ দিন মন্দিরের পঞ্চায়েত কমিটি ও স্থানিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, অভিযোগ করে আসছে ও মন্দিরের কালি দেবীর ভবনের জায়গা তার বলে দাবি করে আসছে। এতে প্রায়ই স্হানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সাথে বহু বছর যাবত তার বিরোধ চলছে,
তবে আচমকা ভাবে মানববন্ধনে উপস্থিত হয়ে অর্চনা রাণী ঋষি জানান আমার ১০ শতক জায়গার মধ্যে ৪ শতক জায়গা জোরে করে দখল করে রেখেছেন প্রভাবশালীরা, আমার কাগজপত্র দেখে বাকী জায়গা টুকু দখল মুক্ত করার আকুল আবেদন জানাই আমি গরীব অসহায় মানুষ।
উল্লেখ্য গত (১৩-০১-২৫) সংবাদ সম্মেলন করেন অর্চনা রানী তার ই পরিপ্রেক্ষিতে মানববন্ধনের আয়োজন করেন প্রতিপক্ষ,মানববন্ধন বক্তরা বলেন সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ গুলো সত্য নই, সঠিক কাগজপত্র দেখে এর সমাধান চাই।