|| ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ মিথ্যে দাবী জানিয়েছেন প্রতিপক্ষের মানববন্ধন।
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় শ্রী শ্রী কালিমন্দির প্রাঙ্গনে অর্চনা রানী ঋষির সংবাদ সম্মেলনের প্রতিবাদে ও তদন্ত সাপেক্ষে বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৪-০১-২৫) সকালে শ্রী শ্রী কালি মন্দির পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে অর্চনা রানী ঋষির উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ গুলো সত্য নই তা মিথ্যে বানোয়াট বলে দাবী করেন মানববন্ধনে উপস্থিত ব্যাক্তিরা।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া ব্যাক্তিরা মন্দিরের জায়গা অর্চনা ঋষি নিজের বলে দাবি করার প্রতিবাদে স্লোগান দিতে দেখা গেছে।
মানববন্ধন থেকে জানা যায়, অর্চনা রানী ও তার গংরা দীর্ঘ দিন মন্দিরের পঞ্চায়েত কমিটি ও স্থানিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, অভিযোগ করে আসছে ও মন্দিরের কালি দেবীর ভবনের জায়গা তার বলে দাবি করে আসছে। এতে প্রায়ই স্হানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সাথে বহু বছর যাবত তার বিরোধ চলছে,
তবে আচমকা ভাবে মানববন্ধনে উপস্থিত হয়ে অর্চনা রাণী ঋষি জানান আমার ১০ শতক জায়গার মধ্যে ৪ শতক জায়গা জোরে করে দখল করে রেখেছেন প্রভাবশালীরা, আমার কাগজপত্র দেখে বাকী জায়গা টুকু দখল মুক্ত করার আকুল আবেদন জানাই আমি গরীব অসহায় মানুষ।
উল্লেখ্য গত (১৩-০১-২৫) সংবাদ সম্মেলন করেন অর্চনা রানী তার ই পরিপ্রেক্ষিতে মানববন্ধনের আয়োজন করেন প্রতিপক্ষ,মানববন্ধন বক্তরা বলেন সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ গুলো সত্য নই, সঠিক কাগজপত্র দেখে এর সমাধান চাই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.