কমলনগরে ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র উদ্বোধন করা হয়েছে। শতমুখ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বেলা ১২টার দিকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, ইসলামি ব্যাংকের এভিপি ও লাকসাম শাখার ম্যানেজার মো. সানা উল্যাহ, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও এ্যাড এমরান হোসেন নিখিল প্রমুখ। এ খেলায় ৩২ দল অংশ নেয়। উদ্বোধন ম্যাচে উপজেলা একাদশ ও পাটারিরহাট স্টারক্লাব মাঠে রয়েছে। ৫০ জন প্রবাসী এ টুর্নামেন্টে অর্থায়ন করেছেন।
হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেছেন।