|| ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি
কমলনগরে ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৪
কমলনগরে ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)'র উদ্বোধন করা হয়েছে। শতমুখ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বেলা ১২টার দিকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, ইসলামি ব্যাংকের এভিপি ও লাকসাম শাখার ম্যানেজার মো. সানা উল্যাহ, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও এ্যাড এমরান হোসেন নিখিল প্রমুখ। এ খেলায় ৩২ দল অংশ নেয়। উদ্বোধন ম্যাচে উপজেলা একাদশ ও পাটারিরহাট স্টারক্লাব মাঠে রয়েছে। ৫০ জন প্রবাসী এ টুর্নামেন্টে অর্থায়ন করেছেন।
হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.