ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কবিতার নাম ☕ আত্মীয় বিমুখ

প্রতিবেদক
majedur
নভেম্বর ১০, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

কবিতার নাম ☕ আত্মীয় বিমুখ

অথই নূরুল আমিন

চালের দামটা বেড়ে গেছে দারুন ভাবে
তাই তো অনেক লোকজন আছে অভাবে
অভাব শুধু চালের দামে? এটা কি করে হয়
স্বভাবটাও তো নষ্ট হয়, যেথায় চলে অভিনয়।

কিছু টাকা নষ্ট হবে, এই ভেবে যে স্বজনে
আত্মীয় বিমুখ হয়ে, একা চলে গোপনে
ফরমালিনে পুষ্টি নষ্ট, ফল কলা শাকটা
তারচেয়েও নষ্ট কিন্তু আমাদের এই মনটা।

সেই যে, দাদি, নানি, ফুফু,খালা যত আত্মীয়
তারাই কিন্তু আজকের দিনে অনেক বড় অপ্রিয়
নিজে খাবো নিজে বাঁচবো, নিজের চরকায় তেল
তাই তো আজকে আনন্দটা, মাটি হয়ে গেল্।

শুধু চালের দামটা বাড়ছে, আসলে এমনটি নয়
আমরা যেন সবাই ভন্ড, শিখেও গেছি অভিনয়
সবাই যেন ভাবছি, আমরা একাই হবো বড়
তাই তো এমন হীনমন্যতায় মন হয়েছে থর।

পণ্যের দামটা বেড়ে গেছে, এমন অজুহাতে
মুখ ফিরিয়ে যায় কি রাখা, আত্মীয়র সাথে
নুন হোক, পান্তা হোক, যদি হয় আদরে
সেখানেই তো থাকে, মায়া ভরা চাদরে।

 

Don`t copy text!