|| ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি
কবিতার নাম ☕ আত্মীয় বিমুখ
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৪
কবিতার নাম ☕ আত্মীয় বিমুখ
অথই নূরুল আমিন
চালের দামটা বেড়ে গেছে দারুন ভাবে
তাই তো অনেক লোকজন আছে অভাবে
অভাব শুধু চালের দামে? এটা কি করে হয়
স্বভাবটাও তো নষ্ট হয়, যেথায় চলে অভিনয়।
কিছু টাকা নষ্ট হবে, এই ভেবে যে স্বজনে
আত্মীয় বিমুখ হয়ে, একা চলে গোপনে
ফরমালিনে পুষ্টি নষ্ট, ফল কলা শাকটা
তারচেয়েও নষ্ট কিন্তু আমাদের এই মনটা।
সেই যে, দাদি, নানি, ফুফু,খালা যত আত্মীয়
তারাই কিন্তু আজকের দিনে অনেক বড় অপ্রিয়
নিজে খাবো নিজে বাঁচবো, নিজের চরকায় তেল
তাই তো আজকে আনন্দটা, মাটি হয়ে গেল্।
শুধু চালের দামটা বাড়ছে, আসলে এমনটি নয়
আমরা যেন সবাই ভন্ড, শিখেও গেছি অভিনয়
সবাই যেন ভাবছি, আমরা একাই হবো বড়
তাই তো এমন হীনমন্যতায় মন হয়েছে থর।
পণ্যের দামটা বেড়ে গেছে, এমন অজুহাতে
মুখ ফিরিয়ে যায় কি রাখা, আত্মীয়র সাথে
নুন হোক, পান্তা হোক, যদি হয় আদরে
সেখানেই তো থাকে, মায়া ভরা চাদরে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.