ঘোপালে নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান
সেপাল নাথঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী জেলায় ভয়াবহ বন্যায় মানুষের ঘর বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়হীন হয়ে পড়েন শত শত মানুষ।
এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে পাশে দাঁড়ায় এ সংগঠনটি। ছাগলনাইয়া উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল, পশ্চিম ঘোপাল, দূর্গাপুর, সিংহনগর, দৌলতপুর, লাঙলমোড়া, নিজকুঞ্জরা গ্রাম ছাগলনাইয়া উপজেলার অসহায় প্রায় দু’ শতাধিক মানুষকে মাথাপিছু ৫ হাজার করে প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
আর্থিক সহযোগিতা বিতরণ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম ঘোপাল গ্রামের হোসেন ভূঁইয়া বাড়ী প্রাঙনে ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের সভাপতি ও ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম ভূঁইয়া বাদশার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া রিয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স নর্থ ইষ্ট রিজিয়নের সভাপতি মাহতাব মিয়া, এসিসট্যান্ট সেক্রেটারি হুমায়ুন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট গোলাম রব্বানী চৌধুরী, সিলেটের ব্যবসায়ী নেতা সামছুল আলম,ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল মহন্ত, দরগাহপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাফর আলম পাটোয়ারী লিটন,
ইমজা সিলেট সভাপতি ও চ্যানেল এস ইউকে চীফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু,পুলিশের উপপরিদর্শক শাহ আলম, হেলাল উদ্দিন, ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারী মানিক, আজহারুল ইসলাম পারভেজ, আনোয়ার হোসেন বাচ্চু, আইয়ুব খান, সিরাজুল ইসলাম ভূট্রু রেজাউল করিম বাবুল ও জেলা ছাত্রদলের সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য যে, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে ইতিমধ্যে ফেনী জেলায় ও সিলেট বিভাগের কয়েকটি উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে প্রায় ৫০ লক্ষ টাকা বিতরণ করেছে।