পাঁচবিবিতে কাউন্সিলরদের পুনর্বহালের দাবীতে মানববন্ধন
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
অন্তরবর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনে সারাদেশের পৌরসভার মেয়র কাউন্সিলরদের অপসারণ করা হয়। পরবর্তীতে সরকার প্রশাসক নিয়োগ দেন ।
এমন অবস্হায় জনপ্রতিনিধি শূন্যতায় পৌর এলাকার সাধারণ জনগণ নাগরিক সেবা পেতে বঞ্চিত হচ্ছে।
এ কারণে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের পূনঃবহালের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কার্যালয়ের সামনে বিকেলে পৌর কাউন্সিলর ও সেবা গ্রহীতাগন মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অপসারণকৃত ৬ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনফকির সহ বিভিন্ন ওয়ার্ডের সেবা গ্রহীতাগণ।
কাউন্সিলরগণ বলেন আমাদেরকে অপসারণ করা হলেও সাধারণ মানুষ সব সময় সেবা নিতে আমাদের কাছে আসছে।এতে আমরা অত্যন্ত বিব্রত হচ্ছি । তাই তাদেরকে পুনর্বহাল করে আবারো নাগরিক সেবা দিতে এই মানববন্ধনের মাধ্যমে দাবি জানান।