ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ সকল শহীদদের স্মরণ করে আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা জেএসডির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জেএসডির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান।

তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার দিন থেকে দলের আদর্শ ও কর্মসূচী ভিত্তিক আন্দোলন-সংগ্রম এগিয়ে নিতে গিয়ে এ দলের হাজার হাজার নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। শিকার হতে হয়েছে জেল- জুলুম, অত্যাচার, নির্যাতনে অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজ আমরা জেএসডি’র সেই সব নেতৃবৃন্দ কে পরম শ্রাদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ঐ সকল শহীদ ও প্রয়াত নেতা- সংগঠক- কর্মীদের অসমাপ্ত কাজ গুলো, যে কোন মূল্যে সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

Don`t copy text!