|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ সহ সকল শহীদদের স্মরণ করে আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা জেএসডির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জেএসডির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান।
তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার দিন থেকে দলের আদর্শ ও কর্মসূচী ভিত্তিক আন্দোলন-সংগ্রম এগিয়ে নিতে গিয়ে এ দলের হাজার হাজার নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। শিকার হতে হয়েছে জেল- জুলুম, অত্যাচার, নির্যাতনে অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজ আমরা জেএসডি'র সেই সব নেতৃবৃন্দ কে পরম শ্রাদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ঐ সকল শহীদ ও প্রয়াত নেতা- সংগঠক- কর্মীদের অসমাপ্ত কাজ গুলো, যে কোন মূল্যে সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.