জয়পুরহাটে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে খুনিদের বিচারের দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সোমবার বিকেল ডাঃ আবুল কাশেম ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল এর সঞ্চলনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল এর টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন,অ্যাডভোকেট মামুনুর রশিদ,জেলা যুব ও পেশাজীবি বিভাগের সভাপতি প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসে,এম রাশেদুল আলম সবুজ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এ্যাড আসলাম হোসেন,আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন,ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন ও জেলা সেক্রেটারি তারেক হোসেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ,ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ শফিউল হাসান দিপু।
বক্তারা এই সমাবেশে বলেন-পৃথিবীর ইতিহাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম একটি দিন ২৮শে অক্টোবর।
২০০৬ সালের এই দিনে বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সমাবেশে শেখ হাসিনার প্রকাশ্য নির্দেশে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে সাপের মত পিটিয়ে হত্যা করে। যেদিন লাঠি,লগি বৈঠার তান্ডবে দেশ, রাজনীতি, সমাজ তার পথ হারিয়েছিল,মানবতার মৃত্যু হয়েছিল।
২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার ও খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।
সমাবেশ শেষে পাঁচবিবির রতনপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদ মজিবুল সরকার বিশাল এর বাবার হাতে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক আব্দুর রহিম নগদ ১,০০০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করেন।