ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি//ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শহর শাখার আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াত অফিস চত্বরে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মোঃ শামসুজ্জামান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহাম্মদ, ১নং ওয়ার্ড শহর শাখার আমীর মোঃ আনাছারুল ইসলাম , বাসস্ট্যান্ড বনিক সমিতি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ হাকিম, ঠাকুরগাঁও শহর শাখার ওয়ার্ড ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, মোঃ রাজিউর রহমান রাজু,ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি আসাদুল্লাহ আল গালীব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি জুবায়ের আল মাসুম।
এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টন – বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মত পিটিয়ে জামাত- শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা আওয়ামী ও ১৪ দলীয় সন্ত্রাসীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর নৃত্য করে তারা – যা সভ্য দুনিয়ায় কল্পনা করা যায় না।
রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে জানান তারা।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Don`t copy text!