|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি//ঠাকুরগাঁওয়ে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শহর শাখার আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াত অফিস চত্বরে লগি বৈঠা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মোঃ শামসুজ্জামান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহাম্মদ, ১নং ওয়ার্ড শহর শাখার আমীর মোঃ আনাছারুল ইসলাম , বাসস্ট্যান্ড বনিক সমিতি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ হাকিম, ঠাকুরগাঁও শহর শাখার ওয়ার্ড ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, মোঃ রাজিউর রহমান রাজু,ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি আসাদুল্লাহ আল গালীব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি জুবায়ের আল মাসুম।
এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টন - বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মত পিটিয়ে জামাত- শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা আওয়ামী ও ১৪ দলীয় সন্ত্রাসীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের উপর নৃত্য করে তারা - যা সভ্য দুনিয়ায় কল্পনা করা যায় না।
রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে জানান তারা।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.