ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির কয়া সীমান্তে ভারতে অনুপ্রবেশেকালে বিজিবির হাতে গ্রেফতার দম্পতি।।

প্রতিবেদক
admin
অক্টোবর ২১, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবির বাগজানা ইউনিয়নের কয়া সীমান্ত এলাকায়, ভারতে অনুপ্রবেশকালে এক দম্পতিকে গ্রেফতার করেছে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এর কয়া সীমান্ত ফারির বিজিবি সদস্যরা।

কয়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল ১৯ অক্টোবর শবিবার পাঁচবিবির কয়া সীমান্ত টহলকালে, ২৮১/৪৯ নম্বর পিলারের কাছে, এক নারী ও একজন পুরুষকে ভারতে অনুপ্রবেশ এর চেষ্টা করতে দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের উভয়কে গ্রেফতার করা হয়। তারা যথাক্রমে দিনাজপুর জেলার বিরল উপজেলার শরীফ আহম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)।
গ্রেফতারকৃত, শরীফ আহাম্মেদ বিজিবির কাছে স্বীকার করে বলেন, “তার মামার বাড়ি ভারতে, সেখানে ভ্রমনের উদ্দেশ্যে তিনি অনুপ্রবেশ করছিলেন। এজন্য, দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চুক্তি করেছিলেন।”
বিজিবির কয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. নাঈমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভারতে অনুপ্রবেশকালে আমরা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে পাঁচবিবি থানায় সোপর্দ করেছি।”
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রীকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (২০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!