ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পেলেন সরকারী কর্মকর্তারা

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন ৬ সরকারী কর্মকর্তারা।

গত (১৪ অক্টোবর) সোমবার পৌরসভা কার্যালয় সন্মেলন কক্ষে কুলিয়ারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে ১ ও ৯ নং ওয়ার্ডে- উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ২ নং ওয়ার্ডে- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৩ নং ওয়ার্ডে- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার, কার্যালয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর। ৪ নং ওয়ার্ডে- থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন। কার্যালয়: কুলিয়ারচর থানা। ৫ ও ৬ নং ওয়ার্ডে- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি. কিবরিয়া। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৭ ও ৮ নং ওয়ার্ডে- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকীকে। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। আনুষ্ঠানিক ভাবে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।

এর পর থেকেই তারা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।

Don`t copy text!