|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পেলেন সরকারী কর্মকর্তারা
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন ৬ সরকারী কর্মকর্তারা।
গত (১৪ অক্টোবর) সোমবার পৌরসভা কার্যালয় সন্মেলন কক্ষে কুলিয়ারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে ১ ও ৯ নং ওয়ার্ডে- উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ২ নং ওয়ার্ডে- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৩ নং ওয়ার্ডে- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতার, কার্যালয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর। ৪ নং ওয়ার্ডে- থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন। কার্যালয়: কুলিয়ারচর থানা। ৫ ও ৬ নং ওয়ার্ডে- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি. কিবরিয়া। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ৭ ও ৮ নং ওয়ার্ডে- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকীকে। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। আনুষ্ঠানিক ভাবে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।
এর পর থেকেই তারা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা ফাতেমাতুজ-জহুরা।
জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.