মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পটুয়াখালী রাঙ্গাবালীতে একক সিদ্ধান্তে খাদ্য বান্ধব কর্মসূচীর ২৮ জন নতুন ডিলার নিয়োগ : চাল বিতরণে অনিয়ম দূর্নীতি ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের নব নির্বাচিত আমীরের শপথ গ্রহণ ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার বন্ধ করা হোক-যুবদল নেতা নাজমুল সময় পেরিয়ে গেলেও কারণ দর্শানো নোটিশের জবাব দেননি  মাদ্রাসা  সুপার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় রয়েছেন মানুষ মানুষের জন্য নান্দাইলে প্রতিবন্ধীদের মাঝে দুটি হুইল চেয়ার বিতরণ পূবাইলে ছাত্রদলের লিফলেট বিতরণ দুবাই আল রাশেদিয়াতে বাংলাদেশী একমাত্র রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন। নিয়মিত অফিস করেননা কুলিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পটুয়াখালী দশমিনা খাদ্য গোডাউন’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল কে হেনস্তা করার জন্য এক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করা একটি কুচক্রি মহল পাঁচবিবিতে ঐতিহাসিক ঘোড়া-নাচের মেলা।। কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী মিথ্যা অভিযোগ ও প্রহসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন যুবদল নেতা টিপু পল্টন ট্রাজেডি স্মরণে দাকোপে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত দাকোপে ফারুক বাহিনীর বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

হঠাৎ কুয়াশার চাদরে ঢেকেছে মতলব উত্তরের ফসলি মাঠ ও জনপদ

মো: আতাউর রহমান ( মতলব উত্তর প্রতিনিধি) / ৬৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ

মো: আতাউর রহমান ( মতলব উত্তর প্রতিনিধি) :

হঠাৎ করে ভোরের কুয়াশার চাদরে ঢেকে গেছে পথঘাট ও ফসলের মাঠ। মনে হচ্ছে এ যেন পৌষের আগমন! শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশায় এভাবেই ঢাকা পড়েছে পুরো উপজেলা।

বার্তা দিচ্ছে শীতের আগমনের।
দূর্বাঘাসে কিংবা গাছের কচিপাতায়ও মুক্তার মতো আলো ছড়িয়ে পড়েছে ভোরের শিশির।

অথচ ক্যালেন্ডারের পাতায় আজ বাংলা মাসের ২৯ আশ্বিন।
সোমবার (১৪ অক্টোবর) ভোরের আলো ফোটার আগেই চারপাশে হঠাৎ বাড়তে শুরু করে কুয়াশা।

ঢেকে যায় রাস্তাঘাট, ফসলি জমির মাঠ। ইদানীং রাতের শেষ প্রহরে মৃদু শীত আর দিনে ও রাতের প্রথমভাগে গরম পড়ছে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। সকালে কুয়াশার মধ্যে হাঁটতে বের হয়েছেন কেউ কেউ। শ্রমজীবীদের অনেকেই আবার ছুটছেন কাজের খোঁজে। শিক্ষার্থীদের কেউ স্কুলের উদ্দেশে, আবার কেউ বের হয়েছেন প্রাইভেট পড়তে। গাছের পাতা, সবুজ ধানের ক্ষেত আর ঘাসের ওপর শিশিরবিন্দু জমেছে। ঘন কুয়াশার কারণে সকালবেলা সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
রবিশস্য রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। কেউ নানা প্রতিকূলতা ডিঙিয়েও সব্জি চাষ করা শুরু করেছে। নতুন সপ্ন নিয়ে আশা নিয়ে বুনছে বীজ।

এলাকায় হাঁটতে বের হওয়া ফয়সাল হোসেন নামের একজন ব্যবসায়ী দৈনিক বাংলার অধিকারকে বলেন, ‘প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে এ বছরের মধ্যে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের দিন চলে এসেছে। অথচ অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। ’

সকালে হাঁটতে বের হওয়া আরও কয়েকজন বলেন, ফজরের নামাজের পর প্রতিদিনই এক থেকে দেড়ঘণ্টা হাঁটার অভ্যাস। আজ সকালে হঠাৎ একদম শীতের মতোই কুয়াশা। রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে আছে। যেন পৌষ মাস! অথচ আশ্বিন মাসের ২৯ তারিখ আজ। আশ্বিনের বৈশিষ্ট্যের মতো রোদ আর গরম হওয়ার কথা থাকলেও প্রকৃতির রূপবৈচিত্র্য যেন নিজের মতো করে পাল্টে নিতে চায় প্রকৃতি।

এদিকে সকালে দেখা গেছে চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। কিছু দূরত্বে যেন কিছু দেখা যাচ্ছে না। শীতের সকালের আমেজে এক ভিন্ন আবহ তৈরি হয় প্রকৃতিতে। ভোর থেকে ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজলেও কুয়াশার কারণে সূর্যের আলো ততটা তাপ ছড়াতে পারেনি। যেমনটা শীতের সকালে দেখা যায়।

তবে আবহাওয়া অফিস বলছে, আশ্বিন মাসে এমন কুয়াশা পড়ার ঘটনা কমই চোখে পড়ে। তবে, এবার ভিন্ন মনে হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!