ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের ১ দফা দাবিতে কর্মবিরতি পালিত

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-প‚র্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি কালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহবায়ক বিউটি বেগম এবং আহবায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরে বলেন, ‘সারাদেশের ন্যায্য নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চ শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ’ এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
নওগাঁ #

Don`t copy text!