|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের ১ দফা দাবিতে কর্মবিরতি পালিত
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৪
নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-প‚র্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি কালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহবায়ক বিউটি বেগম এবং আহবায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরে বলেন, ‘সারাদেশের ন্যায্য নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চ শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ’ এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
নওগাঁ #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.