ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সনাতন ধর্মাবল্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজো আজ শুক্রবার মহা অষ্টমী

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাল্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব
শারদীয় দুর্গাপুজে আজ শুক্রবার মহা অষ্টমী।

অষ্টমী শারদীয়া দুর্গোৎসবের একটি বিশেষ দিন
এই দিন মায়ের কাছে অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে মনস্কামনা জানানো হয়।নিজের ও পরিবারের কল্যাণ কামনার মধ্য দিয়ে এই পুজোর ফুল নিবেদন করা হয় মায়ের চরণে।নিজের উন্নতি তামনা ছাড়াও অন্যের কল্যাণ কামনার এই প্রক্রিয়ার মধ্যেই নিহিত আমাদের অন্তরের শুভ কামনা।তাই মহা অষ্টমীর পুণ্যলগ্নে তাই পরিচিত মানুষ ও আত্মীয়স্বজনদের জানান দিনটির শুভেচ্ছা।

পুজোর অবিচ্ছেদ্য অংশ অঞ্জলি। ভগবানের কাছে ভক্তের প্রার্থনার মাধ্যম। বাঙালি এবং দুর্গাপুজোর অঞ্জলি— ঐতিহ্য এবং সংস্কৃতির সুদীর্ঘ যাত্রাপথ। শৈশবে মন্ত্র না বুঝতে পারা থেকে কৈশোরেপছন্দের মানুষটির দিকে ফুল ছুড়ে দেওয়া অঞ্জলির ভাল লাগা। আবার বয়সের সঙ্গেই সেই অঞ্জলির মাধ্যমেই আগামী বছরের পুজোর প্রস্তুতির সলতে পাকানোর সূত্রপাত। অষ্টমীতে অঞ্জলি ‘মাস্ট’। সপ্তমী থেকে দশমী— অঞ্জলি নিয়ে বাঙালির নানা অভিজ্ঞতা। কখনও তা মজাদার, কখনও তা গুরুতর।

Don`t copy text!