ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র গুরুতর জখম, গ্রেফতার -১

প্রতিবেদক
majedur
অক্টোবর ৯, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই শিশুর খেলাকে কেন্দ্র করে জাকারিয়া (২৫) নামের এক কলেজ ছাত্রের মাথায় পাথর দিয়ে আঘাত করে জখম করেছে প্রতিপক্ষ। আহত জাকারিয়া বর্তমানে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা রাতে জাকারিয়ার পিতা বাদী হয়ে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ শফিকুল ইসলাম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঐ গ্রামের শফিকুলের মেয়ে সুরাইয়া (৪) ও হানিফের কন্যা মাশরুমা (৪) খেলাধুলা করাকালীন দুজনে খামচা-খামচি করে। এই নিয়ে দুই শিশুর পরিবারের লোকজনদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আব্দুল আলীমের পুত্র জাকারিয়া এগিয়ে আসলে শফিকুল সহ তার সাঙ্গ-পাঙ্গরা তাকে গাছের ডাল দিয়ে এলোপাথারী মারপিট করে। এসময় শফিকুল পাথর দিয়ে জাকারিয়ার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
স্থানীয় ইউপির সাবেক সদস্য শাজাহান হোসেন বলেন, জাকারিয়া গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করার কারণে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাকে মারার জন্য পরিকল্পনা করে। এ রেশ ধরেই ঐদিন শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে অমানষিক ভাবে মারপিট করে গুরুত্বর আহত করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন-ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!